নেত্রকোনায় মগড়া নদী খনন ও সৌন্দযবর্ধনের দাবিতে মানববন্ধন


নেত্রকোনা শহরে মগড়া নদী খনন করে দুই পাড়ে ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) নির্মাণ ও শহরের সৌন্দবর্ধনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোক্তারপাড়ার পৌরসভা কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সড়কে প্রকৃতি বাঁচাও আন্দোলন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

কর্মসূচিতে জেলা প্রেসক্লাবের সদস্যসচিব মাহবুবুল কিবরীয়া চৌধুরী সভাপতিত্ব করেন। আয়োজক সংগঠনের সভাপতি তানভীর জাহান চৌধুরী পরিচালনায় বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান ননী গোপাল সরকার, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ, নেত্রকোনা সাহিত্য সমাজের সদস্য কামাল হোসাইন, জেলা উদীচীর সদস্য পল্লব চক্রবর্তী, কলেজ ছাত্রী বিদ্যুৎ খান প্রমুখ।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart