রাজশাহীর পবা উপজেলায় হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একটি গ্রুপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। ঘটনার পর সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যান।
নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে এই ঝামেলা হয়েছে বলে শুনেছি। আমরা এখন সিসি ক্যামেরা ফুটেজ দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। বিস্তারিত পরে জানানো হবে।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম