নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে– এ প্রশ্ন কেউ কেউ তুলছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে আস্তে খোলা শুরু করবে।’
জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারলে সেই সরকার জবাবদিহি করতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, কারণ পাঁচ বছর পর আবার জনগণের কাছে যেতে হবে। কাজেই যে প্রতিজ্ঞা জনগণের সামনে করে ক্ষমতায় আসবে তাদের সেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। ১০ টাকা কেজি চাল খাওয়ানের কাথা বলে ৭০ টাকা কেজি চাল খাওয়ালে ৫ আগস্টের মতো অবস্থা হবে।
দুই বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না—বিএনপি এমন প্রস্তাব দুই–আড়াই বছর আগেই দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনও একই কথা বলছে। তিনি বলেন, বিএনপি উচ্চ কক্ষের কথা বলেছে দুই–আড়াই বছর আগে। সংস্কার কমিশন একই কথা বলেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব এবং বিএনপির ৩১ দফার বিষয়ে তিনি বলেন, হতে পারে ১০০ ভাগ মিল নেই, ৮০ ভাগ মিল আছে। মূল যে বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে।