লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের পাঠান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ভোলা সদর উপজেলার ৬নং বনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের নূর নবীর ছেলে। আহতরা হলেন রাফি, আকবর ও রায়হান। এরমধ্যে রাফির অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, পাঠান বাড়ির প্রবাসী মোরশেদ আলমের ঘরের পাশে গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় লোহার একটি পাইপ বিদ্যুতের তারে গিয়ে পড়লে ৪ জন স্পৃষ্ট হয়। এসময় নাঈম ঘটনাস্থলেই মারা যান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart