চট্টগ্রাম: নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের আয়োজন থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তার ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) (উত্তর) -এর এক ঊর্ধতন কর্মকর্তা নিশ্চিত করে জানান, বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়,গত রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের পরিবারের সঙ্গে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শতাধিক যুবক কনভেনশন হলের বাইরে জড়ো হয়। এরপর তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে এবং ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। ওই কনভেনশন হলে উত্তর জেলা আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন, এসময় তারা দ্রুত ওখান থেকে বের হয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনী ফখরুল আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওই সময় ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিকেও আটক করা হয় বলে খবর ছড়িয়ে পড়ে । তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এমআই/ টিসি/এসএএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।