মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ অনেককে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ ব্যাপারে বিশেষ নজর রাখছে।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকরা জানতে চান, দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাজারের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট ও খুবই ক্লিয়ার। মাজার বাংলাদেশের ট্রেডিশন ও কালচার। দেশের লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান করি। যারা মাজারে হামলা করবে তাদের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স। মাজারে কোনো ধরনের হামলা আমরা সহ্য করবো না বলেও জানান তিনি।
এমইউ/কেএসআর