ময়মনসিংহে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


ময়মনসিংহে অভিযান চালিয়ে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এদিন ভোর সাড়ে চারটার দিকে সদরের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন শেরপুরের নকলা উপজেলার রামপুর মধ্যপাড়া গ্রামের রমজান আলীর ছেলে খায়রুল ইসলাম রতন (১৯) ও রামপুর পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে চান মিয়া (৬০)।

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম বলেন, ভোরে গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে নিয়ে আসা হচ্ছে। এমন তথ্যেরভিত্তিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায়
চেকপোস্ট পরিচালনা করে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করে র‍্যাব। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা।

তিনি বলেন, এরা সক্রিয় মাদক কারবারি। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এনে ময়মনসিংহ শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করতেন। তাদের সঙ্গে এ কাজে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমডিকেএম/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart