লাস পালমাসের বিপক্ষে লিগে রিয়াল মাদ্রিদের ঠিক আগের ম্যাচেই তিনি জোড়া গোল করেছিলেন। এর আগে গোল পেয়েছেন কোপা দেল রেতে সেলতা ভিগোর বিপক্ষে, এবং পরে চ্যাম্পিয়নস লিগে সালজবুর্গের বিপক্ষেও। কিন্তু এক-দুই গোল করে যেন আর মন ভরছিল না কিলিয়ান এমবাপ্পের। এবার তাই একেবারে হ্যাটট্রিক! রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যা ফরাসি ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিকও বটে! শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপ্পের এই হ্যাটট্রিকেই লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আগেই ছিল কার্লো আনচেলত্তির দল, এই জয়ে দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫।