লিসবনে কাল রাতে বার্সার কাছে নেইমার ছিলেন না। আট বছর আগেই ক্যাম্প ন্যু ছেড়েছেন। কিন্তু রাফিনিয়া ছিলেন আর নেইমারই যেন ফিরে এলেন তাঁর মধ্যে! বার্সার প্রত্যাবর্তনে রাফিনিয়াও দুই গোল করেছেন, একটি নির্ধারিত সময়ে (৬৪), পরেরটি যোগ করা সময়ে (৯৬)। আপনি বলতে পারেন, মিল আছে আরও। দুজনই ব্রাজিলিয়ান, পজিশনেও ফরোয়ার্ড। তবে আসল মিল সম্ভবত অন্তরে। কিছুদিন আগেই রাফিনিয়া বলেছেন, ‘আবারও জন্ম নিলে কোন ফুটবলার হতে চাই? নেইমার।’
সংবাদমাধ্যম ব্লিচার রিপোর্ট ফুটবল সম্ভবত এ কারণেই কাল রাতের অবিশ্বাস্য কাণ্ড–কারখানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবি পোস্ট করেছে। রাফিনিয়া দাঁড়িয়ে একটি আয়নার সামনে, কিন্তু আয়নায় তাঁর প্রতিচ্ছবি নয়, বার্সার জার্সি গায়ে নেইমারের হাসিমুখের ছবি। চাইলে এবার রবীন্দ্রসঙ্গীতের ওই লাইনটি রাফিনিয়ার দৃষ্টিকোণ থেকে একটু পাল্টানো যায়—‘যে রাতে মোর দুয়ারে (আয়নায়) নেইমার দাঁড়িয়ে।’ সহজ বাংলায় আসলে যে রাতে নেইমার ভর করেছিলেন রাফিনিয়ায়!