৯ গোলের মহানাটকীয় ম্যাচে শেষ হাসি বার্সার, লিভারপুলের সাতে সাত


ফুটবল নিয়ে রোমাঞ্চকর সিনেমা বানাতে বললে হলিউডের খ্যাতিমান কোনো পরিচালকও নিশ্চয় এমন স্কোরলাইন কল্পনা করবেন না! লিসবনের এস্তাদিও দা লুজে যা ঘটে গেল, তা যে অনেকের কাছে অবিশ্বাস্য–অভাবনীয় মনে হতে পারে।

গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৩–১ গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা। মনে হচ্ছিল গ্রিক রূপকথায় বার্সেলেনার বিপক্ষে স্মরণীয় এক জয়ই পেতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখল বার্সা। মহানাটকীয় ম্যাচটা তারা জিতে নিল ৫–৪ ব্যবধানে। এ জয়ে সরাসরি শেষ ষোলোতে খেলা নিশ্চিত হলো হান্সি ফ্লিকের দলের।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart