বিদেশ থেকে কয়েক দফা চাল এলেও দাম কমছে না, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে প্রথম কথা হচ্ছে দাম বাড়ানো বন্ধ হয়েছে। মোটা চাল যেটা আছে সেটার দাম তিন থেকে পাঁচ টাকা কমেছে। আমরা আরও আনতে থাকব। সেটা বাড়ার আর সুযোগ থাকবে না। বরং ক্রমান্বয়ে কমবে।’
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক ও বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে পতেঙ্গায় নতুন সাইলো নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা।