ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট প্রশ্ন তোলে, ট্রাম্পের অভিষেক উদ্যাপনে মাস্ক কি নাৎসি কায়দায় বিজয়ের অভিবাদন (স্যালুট) দিলেন?
ইতিহাসবিদ ক্লেয়ার আউবিন নাৎসিবাদ বিষয়ে বিশেষজ্ঞ। তাঁর মতে, মাস্কের অঙ্গভঙ্গিটি ছিল নাৎসি কায়দার অভিবাদন।
ফ্যাসিবাদসংক্রান্ত ইতিহাসবিদ রুথ বেন-গিয়াটও মাস্কের অঙ্গভঙ্গির সঙ্গে নাৎসি অভিবাদনের মিল খুঁজে পেয়েছেন।
মাস্কের এই অঙ্গভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সদস্যরাও সমালোচনায় মুখর হয়েছেন।
সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি ভেবেছিলেন, মাস্ক রসিকতার অংশ হিসেবে এই অঙ্গভঙ্গি করেছেন।