কুমিল্লায় বাজুসের মতবিনিময় সভা


কুমিল্লা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কুমিল্লা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা হয়েছে।  


সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এ মতবিনিময় সভা হয়।

 

বাজুস কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান।  


বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খোকন, কার্যনির্বাহী সদস্য মো. মজিবর রহমান খান ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট কমিটির সদস্য প্রণব সাহা।


মতবিনিময় সভার উন্মুক্ত আলোচনায় বাজুস কুমিল্লার সদস্যরা জানান, ৫ আগস্টের পর চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। বিভিন্ন স্থানে জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। চোরাই মাল নিয়ে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। অনেক সময় বিক্রেতাদের জাতীয় পরিচয়পত্র ও ছবি সংরক্ষণে রেখেও এ বিড়ম্বনা থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। কিছু ব্যবসায়ী চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তারা সুদ দিতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। ভ্যাট দিতে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। এসব সমস্যার সমাধান করতে হবে।  



বক্তারা বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েছে, এ কথা ঠিক। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। তবে দিন দিন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আপনাদের কয়েক মাস ধৈর্য ধরতে হবে। সরকারকে সুযোগ দিতে হবে। নিজেরা নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন৷ প্রয়োজনে কয়েক মাস ব্যবসা না করে মূলধন টিকিয়ে রাখবেন। সভাপতি মহোদয়ের নেতৃত্বে এসব বিষয় নিয়ে আমরা সরকারের সঙ্গে আলাপ করছি।


বক্তারা আরও বলেন, আপনারা ঐক্যবদ্ধ না হলে হয়রানির শিকার হবেন। যখনই কোনো ঝামেলায় পড়বেন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের জানাবেন। জেলার নেতারা আমাদের অবগত করবেন। সড়কে জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানির বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন পর্যায়ে মিটিং করব। এছাড়া কম সুদে ঋণ পাওয়াসহ অন্যান্য সমস্যা সমাধানে সভাপতি সায়েম সোবহান আনভীরের সঙ্গে মিটিং করব। তিনি আন্তরিকতার সঙ্গে আপনাদের বিষয়গুলো সমাধানে কাজ করছেন। আপনারা ভ্যাট কমানোর কথা বলেছেন। সরকারকে ভ্যাট দিলে আমাদেরই লাভ। সরকার এই টাকা আমাদের পেছনেই খরচ করে। তারপরও ৫ শতাংশ থেকে কমিয়ে ভ্যাট ৩ শতাংশ করার বিষয়ে সরকারের কাছে অনুরোধ করব৷ 


এদিকে মতবিনিময় সভায় বাজুস কুমিল্লার নির্বাচন নিয়েও আলোচনা হয়। আলোচনা হয় তরুণ নেতৃত্ব নিয়ে।  


এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন বাজুস কুমিল্লার সহসভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, মাহবুবুর রহমান দুলাল, লাকসাম-মনোহরগঞ্জের সভাপতি সুভাষ বণিক, চান্দিনার সভাপতি শাহ মো. আলমগীর খান প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪

এসআই/আরএ



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart