রংপুরে কর্মরত বাংলাভিশনের ভিডিও সাংবাদিক শাহনেওয়াজ বলেন, ভিডিও সাংবাদিকেরা ইলেকট্রনিক ও ডিজিটাল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের অধিকাংশের নিয়োগ বা স্বীকৃতি নেই।
এসব বিষয়ে কামাল আহমেদ বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে চলছে না, বিধায় কর্মীদের বঞ্চিত করছে। সাংবাদিকদের মধ্যে চরম বিভাজন, ঐক্য নেই। একদল হচ্ছে সাংবাদিক লীগ, আরেকটি হচ্ছে দল। এঁরা যাঁরা সাংবাদিকদের ব্যবহার করতে চান, তাঁরা এর সুযোগ নিচ্ছেন। সব দিক থেকে নৈরাজ্য তৈরি হয়েছে।
মূলধারার গণমাধ্যমগুলো গত ১৫ বছরে রাজনৈতিক কারণে ব্যর্থ হয়েছে মন্তব্য করে কামাল আহমেদ বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী প্রভাব, মামলা ও আইন করে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ ও নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।