বরিশালের বিপক্ষে অল্প পুঁজি পেল চিটাগাং


বরিশালের বিপক্ষে অল্প পুঁজি পেল চিটাগাং
সংগৃহীত ছবি

ফরচুন বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই খাবি খেলেন চিটাগাং কিংসের ব্যাটাররা। শেষ পর্যন্ত সেই ধাক্কা আর সামলে উঠতে পারল না চিটাগাং, ব্যাটিং ব্যর্থতায় পেল অল্প পুঁজি।

 

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে বরিশালের মুখোমুখি হয়েছে চিটাগাং। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২১ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।  


আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও মাঝে রান তুলতে হিমশিম খেয়েছে চিটাগাংয়ের টপ অর্ডার। উইকেটও পড়েছে নিয়মিত বিরতিতে। ওপেনার উসমান খান ১৩ বলে ১৯ রান করে বিদায় নেওয়ার পর বলার মতো রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি।  


চারে নামা মিঠুন ৩৪ বলে ৩৫ রান করে যখন বিদায় নেন, সেসময় তাদের দলের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান। এমন বিপর্যয়ের পর শেষদিকে ৩৪ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে ১২১ পর্যন্ত নিয়ে যান সানি।  


বল হাতে বরিশালের তানভীর ইসলাম, রিপন মণ্ডল, ফাহিম আশরাফ দারুণ পারফর্ম করেছেন। তানভীর ৪ ওভারে মাত্র ১৪ রান খরচে নিয়েছেন ২ উইকেট। ফাহিম ৪ ওভারে মাত্র ১২ রান খরচে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। রিপনও ৩ উইকেট নিয়েছেন। তবে ৪ ওভারে খরচ করেছেন ২৩ রান।  


বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart