লোকসানের ধারায় আছে পাওয়ার গ্রিড কোম্পানি। এই পরিস্থিতিতে ৩০ জুন ২০২৪ তারিখে শেষ অর্থবছরে লভ্যাংশ দেবে না তারা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও লোকসানের ধারা থেকে বেরোতে পারেনি কোম্পানিটি।
আগামী ৮ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এই তথ্য পাওয়া গেছে।