বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সরকার পতন আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির (খোকন)। আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেননি। তাঁরা কোটা আন্দোলন করেছিলেন। তাঁরা ৩ আগস্টে এক দফা আন্দোলনে গিয়েছিলেন। এর অনেক আগেই বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনে ছিল। সরকার পতনের আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তাই তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর। তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকেছেন।