নরসিংদীতে বিএনপি-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ


নরসিংদীতে বিএনপি-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
মঞ্জুর

নরসিংদী: নরসিংদী সদরের শেখেরচরে ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষে মঞ্জুর ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।  


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বখতিয়ার হোসেন নামে একজন গুলিবিদ্ধ হন।  

নিহত মঞ্জুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। তিনি আহত বখতিয়ার হোসেনের ডিস ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ছিলেন। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি।  



পুলিশ ও স্থানীয়রা জানান, শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে বিরোধ চলছে। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরই মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, শুরু হয় গুলি ছোড়া। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জুর নিহত হন, আর আহত হন বখতিয়ার। গুলিবিদ্ধ বখতিয়ারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মঞ্জুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।


নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।      


বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫

এসআই

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart