জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা নিবেদন


মজিবুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে যাঁরা জীবন দিয়েছেন, যাঁদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি; তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আর শপথ নিয়েছি, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমরা সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে দেশবাসীর কাছে যাচ্ছি। আশা করি দেশের মানুষ প্রচলিত ধারার রাজনৈতিক ধারণার বাইরে গিয়ে রাষ্ট্র মেরামতের এই নতুন রাজনীতির পাশে দাঁড়াবেন।’

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart