শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু হয়েছিল। শূন্যরেখা বরাবর আধা কিলোমিটারে প্রায় তিন ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপনও করা হয়েছে। সেখানে উভয় পাশে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দুই পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজিবি টহল দলের সার্বক্ষণিকভাবে সীমান্তে অবস্থানের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে তিনি ঘটনার বিস্তারিত জানাতে রাজি হননি। বিজিবির ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে বিস্তারিত জানাবেন বলে জানান।
এর আগে ৭ জানুয়ারি রাতে লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্তে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবির বাধার মুখে সেটি সরিয়ে নেয়। এরও আগে ১ জানুয়ারি পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রতিবাদ ও বাধার মুখে বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিকেরা সেখান থেকে চলে যান।